সেলফিন একাউন্ট খুলতে চাচ্ছেন? কিন্তু নিয়ম জানেন না? আজকের এই পোস্টে সেলফিন একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত জানতে পারবেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ হচ্ছে সেলফিন। বিকাশ বা নগদের মতো করে সেলফিন ব্যবহার করে লেনদেন করতে পারবেন। এই অ্যাপে রেজিস্ট্রেশন করতে ইসলামী ব্যাংকে একাউন্ট না থাকলেও চলে।
যারা সেলফিন একাউন্ট খুলতে চাচ্ছেন, তারা কিভাবে সেলফিন একাউন্ট খুলবেন এই বিষয়গুলো নিয়েই আজ বিস্তারিত তথ্য শেয়ার করবো। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।
Table of Contents
সেলফিন একাউন্ট খোলার নিয়ম
সেলফিন একাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। এরপর, Cellfin লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ ওপেন করে মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। অতঃপর, একটি পিন সেট করে ভোটার আইডি কার্ডের সামন এবং পিছনের ছবি সাবমিট করার মাধ্যমে সেলফিন একাউন্ট খুলতে পারবেন।
সেলফিন একাউন্ট খোলার পর ইসলামী ব্যাংকের একাউন্ট যুক্ত করার মাধ্যমে লেনদেন করার পাশাপাশি আপনি চাইলে সেলফিনকে বিকাশ বা নগদের মতো একটি মোবাইল ব্যাংকিং মাধ্যম হিসেবেও ব্যবহার করতে পারবেন।
সেলফিন একাউন্ট খুলতে কি কি লাগে এবং সেলফিন একাউন্ট খোলার বিস্তারিত নিয়ম নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
সেলফিন একাউন্ট খুলতে কি কি লাগে
সেলফিন একাউন্ট খুলতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হয়। যদিও, ঘরে বসে সেলফিন একাউন্ট খোলা যায়, তবে এই ডকুমেন্টগুলোর ছবি তুলে সাবমিট করতে হয়। সেলফিন একাউন্ট রেজিস্টার করতে যা যা লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হল –
- সচল মোবাইল নাম্বার
- ভোটার আইডি কার্ড
- একটি স্মার্টফোন
- ইন্টারনেট কানেকশন
সেলফিন একাউন্ট খুলতে চাইলে একটি স্মার্টফোন প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশন সহ। এছাড়া, একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে। এই নাম্বারে আপনি সেলফিন একাউন্ট রেজিস্টার করার পর উক্ত নাম্বার ব্যবহার করেই লেনদেন করতে পারবেন। এছাড়া, আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে।
এই তথ্যগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে ঘরে বসে অনলাইনে একটি সেলফিন একাউন্ট রেজিস্টার করতে পারবেন। তো চলুন, পদ্ধতিটি বিস্তারিত জেনে নেয়া যাক।
আরও পড়ুন —
- নগদ একাউন্ট বন্ধ করার সহজ নিয়ম
- উপায় একাউন্ট বন্ধ করার সহজ নিয়ম
- নগদ একাউন্ট লক হলে করনীয় কী
- সেলফিন নাম্বার পরিবর্তন করার সহজ নিয়ম
- সেলফিন একাউন্ট বন্ধ করার নিয়ম
সেলফিন একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত
সেলফিন একাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। এরপর, Cellfin লিখে অ্যাপটি ইনস্টল করতে হবে। অতঃপর, অ্যাপ ওপেন করে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে সেলফিন একাউন্ট রেজিস্টার করা যাবে।
ধাপ ১ – সেলফিন অ্যাপ ইনস্টল করুন
গুগল প্লে স্টোর ওপেন করে Cellfin লিখে সার্চ করতে হবে। এরপর, অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।
ধাপ ২ – মোবাইল নাম্বার ভেরিফাই করুন
সেলফিন অ্যাপটি ওপেন করার পর Register বাটনে ক্লিক করতে হবে। এরপর, আপনি বাংলাদেশ থেকে একাউন্ট খুলছেন নাকি বাইরের দেশ থেকে, সেটি সিলেক্ট করুন। এরপর, আপনি ইসলামী ব্যাংক একাউন্ট দিয়ে সেলফিন একাউন্ট খুলতে চান নাকি ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্ট খুলতে চান, সেই অপশনে ক্লিক করুন।
এরপর, আপনি যে নাম্বারে সেলফিন একাউন্ট খুলতে চাচ্ছেন, সেই নাম্বারটি এন্টার করুন এবং ৬ ডিজিটের একটি পিন নাম্বার এন্টার করুন। সিম নাম্বারটি যে অপারেটরের, সেটি সিলেক্ট করুন। অতঃপর, পরবর্তী বাটনে ক্লিক করুন।
এখন, মোবাইল নাম্বারে আসা ভেরিফিকেশন কোডটি এন্টার করার মাধ্যমে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন করুন।
ধাপ ৩ – ভোটার আইডি কার্ডের তথ্য প্রদান করুন
এই ধাপে, আপনার ভোটার আইডি কার্ডের সামনের অংশের ছবি তুলে সাবমিট করুন। অতঃপর, পিছনের দিকের ছবি তুলে সাবমিট করুন। দুই দিকের ছবি তুলে Confirm Upload বাটনে ক্লিক করতে হবে।
এরপর, আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য শো করবে। তথ্যগুলো ভুল থাকলে ক্লিক করে সেগুলো ঠিক করে দিন। বর্তমান ঠিকানা আবারও লিখতে হতে পারে। এছাড়া, আপনার জেন্ডার এবং পেশা সিলেক্ট করতে হবে।
অতঃপর, আবারও পরবর্তী ধাপে ক্লিক করুন।
ধাপ ৪ – ছবি সাবমিট করুন
এই ধাপে আপনার সেলফি চাওয়া হবে। সামনের ক্যামেরা ওপেন হলে একটি ছবি তুলে ছবিটি সাবমিট করুন। স্ক্রিনে দেয়া নির্দেশনা অনুযায়ী আপনার পুরো মুখের ছবি তুলতে হবে। এরপর, পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
এরপর, আপনার নাম, ইমেইল অ্যাড্রেস এবং রেফারেন্স মোবাইল নাম্বার চাওয়া হবে। এই তথ্যগুলো দেয়ার পর একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে ঘরে বসে সেলফিন একাউন্ট রেজিস্টার করতে পারবেন অনেক সহজেই। একাউন্ট রেজিস্টার সম্পন্ন হলে আপনাকে এসএমএস করে জানিয়ে দেয়া হবে। এসএমএস পাওয়ার পর একাউন্ট রেজিস্টার করার সময় ব্যবহার করা পিন নাম্বার এন্টার করার মাধ্যমে একাউন্টে লগইন করতে পারবেন।
ব্যাংক একাউন্ট দিয়ে সেলফিন রেজিস্ট্রেশন
ব্যাংক একাউন্ট দিয়ে সেলফিন রেজিস্ট্রেশন করার জন্য সেলফিন অ্যাপ ওপেন করতে হবে এবং Register বাটনে ক্লিক করতে হবে। এরপর, বাংলাদেশ থেকে একাউন্ট রেজিস্টার করছেন নাকি বাইরের দেশ থেকে, সেটি সিলেক্ট করতে হবে। অতঃপর, Bank A/C অপশন সিলেক্ট করলে আপনার ইসলামী ব্যাংকের তথ্য দিয়ে সেলফিন একাউন্ট খুলতে পারবেন।
Bank A/C অপশনে ক্লিক করার পর মোবাইল নাম্বার লিখতে হবে, উক্ত নাম্বার কোন অপারেটর এর সেটি সিলেক্ট করতে হবে। অতঃপর, আপনার ব্যাংক একাউন্টের নাম্বার লিখবেন। এরপর, সেলফিন একাউন্টের জন্য ৬ ডিজিটের পিন এন্টার করে Register বাটনে ক্লিক করবেন।
এরপর, ওটিপি ভেরিফিকেশন করার মাধ্যমে ইসলামী ব্যাংকে আপনার একাউন্ট রেজিস্ট্রেশন কার্যাবলী সম্পন্ন করতে পারবেন। এই পদ্ধতি ব্যবহার করলে ভোটার আইডি কার্ডের ছবি তোলা এবং নিজের সেলফি আপলোড করার কোনো প্রয়োজন হবেনা।
ভোটার আইডি কার্ডের মাধ্যমে এবং ইসলামী ব্যাংক একাউন্টের মাধ্যমে, এই দুইটি পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করেই আপনি সেলফিন একাউন্ট খুলতে পারবেন। সেলফিন একাউন্ট খোলার পর এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হলে লগইন করে লেনদেন করতে পারবেন।
সেলফিন একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইসলামী ব্যাংক একাউন্ট অ্যাড করতে পারবেন। এতে করে, আপনার ইসলামী ব্যাংক দিয়ে লেনদেন করতে পারবেন আরও সহজে।
বিদেশ থেকে সেলফিন একাউন্ট খোলার নিয়ম
বিদেশ থেকে সেলফিন একাউন্ট খোলার জন্য সেলফিন অ্যাপ ওপেন করতে হবে। এরপর, Register বাটনে ক্লিক করে Abroad অপশন সিলেক্ট করতে হবে। অতঃপর, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট কিংবা যেসব তথ্য চাওয়া হয়, সেগুলো প্রদান করার মাধ্যমে সেলফিন একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
এছাড়া, আপনি চাইলে ইসলামী ব্যাংকের একাউন্ট ব্যবহার করেও সেলফিন একাউন্ট খুলতে পারবেন অনেক সহজেই।
শেষ কথা
সেলফিন একাউন্ট খুলতে কি কি লাগে, সেলফিন একাউন্ট খোলার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। যারা সেলফিন একাউন্ট রেজিস্টার করবেন বলে ভাবছেন, তারা এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। এতে করে, ঘরে বসে অনলাইনের মাধ্যমে সেলফিন একাউন্ট রেজিস্টার করতে পারবেন।
এছাড়া, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম, একাউন্ট খোলার নিয়ম এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়ে থাকে। ব্যাংকিং, ব্যাংক লোন এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য জানতে ওয়েবসাইটটি সম্পূর্ণ ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।