সোনালী ব্যাংক একাউন্ট খোলার সহজ নিয়ম জেনে নিন

সোনালি ব্যাংকে একাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানেন না? আজকের এই পোস্টে সোনালি ব্যাংকে কিভাবে হিসাব খুলতে হয় এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

সোনালি ব্যাংক হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন নেতৃস্থানীয় সরকারি বাণিজ্যিক ব্যাংক। আপনি যদি লেনদেন করার জন্য কিংবা সঞ্চয় করার জন্য এই ব্যাংকে একাউন্ট করতে চান, তবে অবশ্যই নিয়ম অনুসরণ করতে হবে। একাউন্ট খুলতে কি কি লাগে, কত টাকা লাগে ইত্যাদি তথ্য বিস্তারিত জানতে পারবেন এখানে।

তো চলুন, সোনালি ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে এবং কিভাবে একাউন্ট খুলতে হয় এই বিষয়গুলো বিস্তারিত জেনে নেয়া যাক।

সোনালি ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

সোনালি ব্যাংকে একাউন্ট খুলতে চাইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হবে। এটি একটি সরকারি ব্যাংক হওয়ার কারণে এখানে নিয়ম কানুন বেশ কড়া হয়ে থাকে। তাই, যারা সোনালি ব্যাংকে একটি হিসাব খুলতে চাচ্ছেন, তারা নিম্নোক্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করুন।

  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট এর কপি
  • আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • নমিনির পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের কপি
  • একাউন্ট খুলতে যে পরিমাণ টাকা লাগে সেটি
  • ঠিকানা যাচাই করার জন্য যেকোনো ইউটিলিটি বিলের কপি
  • ইনকাম সোর্স এর প্রমাণপত্র
  • ব্যবসায়িক একাউন্ট খুলতে চাইলে ট্রেড লাইসেন্স
  • একটি সচল মোবাইল নাম্বার
  • এছাড়াও ব্যাংক থেকে আরও কিছু ডকুমেন্ট চাইতে পারে

সোনালি ব্যাংকে একটি হিসাব খুলতে চাইলে উপরোক্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি একটি একাউন্ট করতে চান, তাহলে এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখুন। ফলে, একাউন্ট করার সময় ঝামেলা পোহাতে হবেনা।

সোনালি ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে

সোনালি ব্যাংক একাউন্ট খুলতে সর্বনিম্ন ১০০০ টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট করতে হয়। সোনালি ব্যাংকে একটি একাউন্ট খুলতে চাইলে অ্যাকাউন্ট খোলার সময় ১ হাজার টাকা জমা দিতে হবে। অ্যাকাউন্ট খোলার পর এই টাকা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে।

বাংলাদেশের প্রায় সকল ব্যাংকেই একাউন্ট খোলার সময় ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা জমা দিতে হয়। এই টাকা ব্লক মানি হিসেবে থেকে যায়। আপনি যদি উক্ত ব্যাংকের একাউন্ট ক্লোজ করে ফেলেন, তাহলে সেই টাকা ফেরত দেয়া হবে।

ঠিক তেমনি, সোনালি ব্যাংকে একটি হিসাব খোলার জন্য আপনাকে ইনস্ট্যান্ট ১ হাজার টাকা ডিপোজিট করতে হবে। একাউন্ট খোলার পর এই টাকা আপনার ব্যাংক একাউন্টে জমা থাকবে। এরপর, আপনি চাইলে একাউন্ট ক্লোজ করার মাধ্যমে টাকা ফেরত নিতে পারবেন।

যারা সোনালি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তারা নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করলে সহজেই একটি একাউন্ট খুলতে পারবেন।

সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সোনালি ব্যাংক একাউন্ট খোলার জন্য দুইটি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। সরাসরি সোনালি ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে একাউন্ট খোলার ফরম পূরণ করার মাধ্যমে একাউন্ট করতে পারবেন। অথবা, আপনার কাছে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসেই একটি একাউন্ট খুলতে পারবেন।

এই পোস্টে আমরা দুইটি পদ্ধতি নিয়েই আলোচনা করবো। তাই, আপনারা যারা সোনালি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, তারা যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করেই একাউন্ট খুলতে পারবেন।

আরও পড়ুন —

সোনালি ব্যাংকের শাখায় গিয়ে একাউন্ট খুলুন

সোনালি ব্যাংক একাউন্ট খুলতে চাইলে উপরে উল্লিখিত ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি যেকোনো সোনালি ব্যাংকের যেকোনো একটি শাখায় যেতে হবে। এরপর, ব্যাংকে কর্মরত যেকোনো কর্মকর্তাকে জানাতে হবে যে আপনি একটি একাউন্ট খুলতে ইচ্ছুক।

তাহলে, তারা আপনাকে একটি সোনালি ব্যাংক একাউন্ট খোলার ফরম দিবে। আপনি চাইলে ফরমটি নিজে পূরণ করতে পারেন অথবা তাদের থেকে পূরণ করে নিতে পারেন। একাউন্ট খোলার সময় আপনার সকল তথ্য পূরণ করতে হবে।

এছাড়া, একাউন্ট খোলার জন্য যেসব ডকুমেন্ট চাওয়া হবে, সেগুলো একাউন্ট খোলার ফরমের সাথে জমা দিতে হবে। এরপর, একাউন্ট খোলার জন্য ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা জমা দিতে হবে। তাহলে, তারা আপনার একাউন্ট খুলে দিবে।

আপনি যে মোবাইল নাম্বার দিবেন, সেই নাম্বারে তারা আপনার একাউন্টটি খুলে দিবে। একাউন্ট খোলা হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে একাউন্টের নাম্বার জানিয়ে দেয়া হবে। এরপর, চেকবই নিয়ে অথবা এটিএম কার্ড নেয়ার মাধ্যমে আপনি লেনদেন শুরু করতে পারবেন।

অনলাইনে সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে সোনালি ব্যাংক একাউন্ট খোলার জন্য সোনালি ব্যাংকের তৈরি Sonali eSheba অ্যাপ ব্যবহার করতে হবে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে একটি একাউন্ট খুলতে পারবেন।

ধাপ ১ – অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করুন

অনলাইনে সোনালি ব্যাংক একাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। এরপর, সার্চ করুন Sonali eSheba লিখে। অতঃপর, যে অ্যাপটি আসবে সেটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।

অ্যাপটি ওপেন করার পর ব্যাংক একাউন্ট খুলুন আইকনে ক্লিক করতে হবে। তাহলে, একাউন্ট খোলার প্রক্রিয়া শুরু হবে।

ধাপ ২ – মোবাইল নাম্বার প্রদান করুন

যে মোবাইল নাম্বার দিয়ে সোনালি ব্যাংকে একাউন্ট খুলতে চান, সেটি প্রদান করুন। ১১ ডিজিটের মোবাইল নাম্বারটি লেখার পর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি OTP কোড আসবে। সেটি প্রদান করতে হবে।

ওটিপি কোডটি প্রদান করার মাধ্যমে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। এরপর, নিম্নোক্ত ধাপ অনুসরণ করুন।

ধাপ ৩ – জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রদান করুন

মোবাইল নম্বর যাচাই সম্পন্ন হলে মোবাইলের ক্যমেরা ব্যবহার করে নিজের সেলফি তুলুন। এর পর জন্ম তারিখ (বছর/মাস/দিন অনুযায়ী স্কুল করে নির্বাচন করুন)।

এনআইডি নম্বর ঘরে 17 সংখ্যার জাতীয় পরিচয়পত্র নম্বর (13 সংখ্যার জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বরের পূর্বে জন্মসাল সংযুক্ত করে নিতে হবে)/ ১০ সংখ্যার স্মার্ট কার্ড নম্বর প্রদান করে “তথ্য যাচাই করুন” বাটনে ক্লিক করুন।

জাতীয় পরিচয়পত্র নম্বর না থাকলে জন্ম নিবন্ধন নম্বর ঘরে জন্ম নিবন্ধন নম্বর প্রদান করে “তথ্য যাচাই করুন” বাটনে ক্লিক করুন। তবে, জন্ম নিবন্ধন নাম্বার দেয়ার সময় ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদের নাম্বার দিতে হবে। আপনার জন্ম সনদ অনলাইন হয়েছে কিনা জানার জন্য অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন।

ধাপ ৪ – মৌলিক তথ্য প্রদান করুন

জাতীয় পরিচয় পত্রের তথ্য প্রদান করার পর এই ধাপে এসে আপনার মৌলিক তথ্যগুলো প্রদান করতে হবে। অর্থাৎ, আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। গ্রাম/রাস্তা, পোস্ট অফিস, উপজেলা, জেলা ইত্যাদি তথ্য দিতে হবে।

এছাড়া, স্বামী বা স্ত্রী থাকলে তাদের নাম লিখতে হবে। অতঃপর, পরবর্তী বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ – জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন

এই ধাপে, আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের অংশের ছবি তুলে সাবমিট করতে হবে। ধাপ – ৩ এ যে জাতীয় পরিচয় পত্রের তথ্য প্রদান করেছেন, সেই জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের ছবি তুলতে হবে।

যদি জন্ম সনদের নাম্বার দিয়ে থাকেন, তাহলে জন্ম সনদের ছবি তুলে সাবমিট করতে হবে। ছবি তুলে সাবমিট করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।

ধাপ ৬ – ব্যাংক ও নমিনির তথ্য প্রদান করুন

আপনার প্রদানকৃত বর্তমান ঠিকানার উপর ভিত্তি করে ব্যাংকের নিকটস্থ শাখাসমূহ প্রদর্শিত হবে এবং সেখান থেকে আপনার পছন্দসই শাখাটি নির্বাচন করুন।

অতঃপর ড্রপডাউন লিষ্ট হতে আপনার কাঙ্খিত হিসাবের ধরণ নির্বাচন করুন। নমিনীর তথ্য (নাম, নমীনির সাথে সম্পর্ক, নমীনির এনআইডি নম্বর) প্রদান করে ‘একাউন্ট খুলুন’ বাটনে ক্লিক করুন।

এরপর, আপনার দেয়া নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনার সোনালি ব্যাংকের একাউন্ট নাম্বার জানিয়ে দেয়া হবে। সেটি সংরক্ষণ করে রাখুন।

ধাপ ৭ – ব্যাংক শাখায় গিয়ে তথ্য প্রদান করুন

উপরোক্ত ধাপগুলো পূরণ করার মাধ্যমে সোনালি ব্যাংকে সফলভাবে একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট দিয়ে সব ধরনের লেনদেন করতে পারবেন। তবে, একাউন্ট ডি-একটিভেট যেন না হয়, এজন্য একাউন্ট খোলার ০৩ মাসের মাঝে আপনার নির্বাচন করা শাখায় গিয়ে স্বাক্ষর এবং অন্যান্য তথ্য প্রদান করে আসতে হবে।

অনলাইনে একাউন্ট খোলার ক্ষেত্রে একাউন্ট খোলার ০৩ মাসের মাঝে অবশ্যই ব্যাংকে গিয়ে স্বাক্ষর এবং অন্যান্য তথ্য প্রদান করতে হবে। নয়তো, আপনার একাউন্টটি ডিএকটিভেট হতে পারে। তবে, সরাসরি ব্যাংকে গিয়ে একাউন্ট খুলে থাকলে এই ধাপটি অনুসরণ করতে হবেনা।

উপরোক্ত ৭টি ধাপ অনুসরণ করার মাধ্যমে অনলাইনে সোনালি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। আপনার স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই একাউন্ট রেজিস্টার করতে পারবেন।

শেষ কথা

সোনালি ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে, সোনালি ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে এবং সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। যারা সোনালি ব্যাংকে একাউন্ট খুলতে চাচ্ছেন, তাদের জন্য এই পোস্টটি সহায়ক হবে বলে আশা করছি।

এছাড়া, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম, একাউন্ট খোলার নিয়ম এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়ে থাকে। ব্যাংকিং, ব্যাংক লোন এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য জানতে ওয়েবসাইটটি সম্পূর্ণ ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।

Leave a Comment