সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? এই পোস্টে সেলফিন নাম্বার পরিবর্তন করার নিয়ম বিস্তারিত জানতে পারবেন।
ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা সেলফিন ব্যবহার করে লেনদেন করা যায় অনেক সহজেই। ব্যাংক একাউন্ট বা কার্ড যুক্ত করে ব্যাংকিং সেবা নেয়া যায় সহজেই। সরাসরি সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করার উপায় নেই। তাই, আজ আমি দেখাবো কিভাবে আপনার সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে হয়।
তো চলুন, সেলফিন নাম্বার পরিবর্তন করার নিয়ম এবং নাম্বার পরিবর্তন করতে কি কি লাগবে এসব বিষয় বিস্তারিত জেনে নেয়া যাক।
Table of Contents
সেলফিন নাম্বার পরিবর্তন করতে কি কি লাগে
সেলফিন নাম্বার পরিবর্তন করতে চাইলে ইসলামী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে আবেদন করতে হয়। আবেদন করার সময় কিছু তথ্য প্রয়োজন হয়। সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে কি কি লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
- সেলফিন একাউন্টটি একটিভ থাকতে হবে
- আগে সেলফিন রেজিস্টার করা হয়নি এমন নাম্বার লাগবে
- একটি আবেদনপত্র লিখে ব্রাঞ্চে জমা দিতে হবে
- সিম হারিয়ে গেলে বা চুরি হলে জিডির কপি জমা দিতে হবে
উপরোক্ত তথ্যগুলো ব্যবহার করে সেলফিন নাম্বার পরিবর্তন করতে পারবেন অনেক সহজেই। সেলফিন নাম্বার পরিবর্তন করার নিয়ম নিচে বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।
সেলফিন নাম্বার পরিবর্তন করার নিয়ম
সেলফিন নাম্বার পরিবর্তন করার জন্য ইসলামী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে যেতে হবে। এরপর, সেখানে কর্মরত যেকোনো ব্যক্তিকে জানাতে হবে যে, আপনি আপনার সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান। তাহলে, তারা আপনাকে একটি আবেদনপত্র লিখে জমা দিতে হবে।
একটি সাদা কাগজে আবেদন পত্র লিখতে হবে। কী কারণে আপনি সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন সেটি লিখতে হবে। এছাড়া, আপনার বর্তমান সেলফিন একাউন্টের নাম্বার লিখতে হবে এবং যে নতুন নাম্বারটি আপনার একাউন্টে যুক্ত করতে চাচ্ছেন সেটি লিখতে হবে।
এছাড়া, আপনার পূর্বে সিম কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে একটি জিডি করতে হবে এবং জিডির কপি সংগ্রহ করে উক্ত আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আবেদনপত্রটি জমা দেয়া হলে তারা আপনার আবেদন রিভিউ করে দেখবে। এরপর, আপনার সেলফিন একাউন্টের নাম্বারটি পরিবর্তন করে দিবে।
এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনার সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন। ফলে, আপনি নতুন নাম্বার ব্যবহার করে সেলফিন একাউন্টে লগইন করা, যেকোনো লেনদেন করা সহ সকল কাজ করতে পারবেন।
আরও পড়ুন —
সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করার কারণ
অনেকেই অনেক কারণে সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান। নিচে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে। এই কারণগুলোর জন্য অনেকেই তাদের সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান।
- সেলফিন একাউন্টের সিম কার্ডটি হারিয়ে গেলে
- সেলফিন একাউন্টের সিম কার্ডটি নষ্ট হয়ে গেলে
- সেলফিন একাউন্টের সিম কার্ডটি চুরি হয়ে গেলে
- সেলফিন একাউন্টের সিম কার্ডটি অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা হলে
উপরোক্ত কারণগুলো ছাড়াও আরও অন্যান্য কারণে অনেকেই তাদের সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান। আপনার সিম কার্ডটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে আপনি নাম্বার পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন।
তবে, আবেদন করার সময় জিডির একটি কপি জমা দিতে হবে। সরাসরি থানায় গিয়ে জিডি করতে পারবেন অথবা অনলাইনে জিডি করতে পারবেন। নিচে অনলাইনে জিডি করার পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে।
অনলাইনে জিডি করার নিয়ম
অনলাইনে জিডি করার জন্য গুগল প্লে স্টোর থেকে Online GD নামক অ্যাপটি ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোর ওপেন করে Online GD লিখে সার্চ করলে অ্যাপটি খুঁজে পাবেন। এরপর, অ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে।
অতঃপর, এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তথ্য যাচাই করে রেজিস্ট্রেশন করতে পারবেন। অতঃপর, একাউন্টে লগইন করতে হবে। লগইন করার পর আপনার সকল তথ্য এখানে পূরণ করতে হবে।
এই ধাপগুলো অনুসরণ করা হলে আপনি অ্যাপের ভিতর থেকে জিডি করতে পারবেন অনলাইনে। জিডি করার পর জিডির একটি কপি সংগ্রহ করতে পারবেন। অনলাইন জিডির কপিটি সংগ্রহ করতে হবে এবং প্রিন্ট করে নিতে হবে।
ব্যাংকে গিয়ে সেলফিন নাম্বার পরিবর্তন করার আবেদনপত্রের সাথে জিডির কপিটি যুক্ত করে আবেদন সম্পন্ন করতে হবে। তাহলে, তারা আপনার আবেদনটি যাচাই করে আপনার সেলফিন একাউন্টের পূর্বের নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার যুক্ত করে দিবে।
এরপর, আপনি নতুন নাম্বার দিয়ে সেলফিন একাউন্টে লগইন করে যেকোনো লেনদেন করতে পারবেন।
FAQ
সেলফিন নাম্বার পরিবর্তন করতে কি লাগবে
সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে নতুন একটি নাম্বার যেখানে আগে সেলফিন রেজিস্টার করা হয়নি, একাউন্টের নাম্বার চেঞ্জ করার আবেদনপত্র, বর্তমানে একটিভ থাকা সেলফিন একাউন্টের নাম্বার ইত্যাদি তথ্য প্রয়োজন হবে।
সেলফিন একাউন্ট আছে এমন নাম্বারে অন্য সেলফিন যুক্ত করা যাবে?
আগে সেলফিন একাউন্ট রেজিস্টার করা হয়েছিলো এমন নাম্বার অন্য সেলফিন একাউন্টের নাম্বার চেঞ্জ করে যুক্ত করা যাবেনা। আগে সেলফিন খোলা হয়নি এমন নাম্বার যুক্ত করতে হবে।
সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে কত টাকা লাগে?
সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে কোনো টাকা লাগেনা। ইসলামী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে গিয়ে একটি আবেদন করতে হবে। সাথে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে টাকা ছাড়াই সেলফিন নাম্বার পরিবর্তন করতে পারবেন।
হেল্পসেন্টারে কল দিয়ে সেলফিন নাম্বার পরিবর্তন করা যায়?
না। ইসলামী ব্যাংকের হেল্পসেন্টারে কল দিয়ে সেলফিন নাম্বার চেঞ্জ করতে পারবেন না। নাম্বার চেঞ্জ করতে চাইলে ইসলামী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে যেতে হবে। এরপর, আবেদন করার মাধ্যমে আপনার সেলফিনের নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন।
সেলফিন নাম্বার হারিয়ে গেলে করণীয় কী?
সেলফিন নাম্বার হারিয়ে গেলে ইসলামী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে গিয়ে নাম্বার পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে। সাথে একটি জিডির কপি জমা দিতে হবে। অনলাইনে জিডি করার মাধ্যমেও একটি জিডির কপি সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে সেলফিন নাম্বার চেঞ্জ করা যায়?
অনলাইনে সেলফিন নাম্বার চেঞ্জ করার উপায় নেই। সেলফিন নাম্বার চেঞ্জ করতে চাইলে বর্তমান সেলফিন নাম্বার, যে নাম্বারে আপনার একাউন্ট নিতে চাচ্ছেন সেই নাম্বার এবং কী কারণে নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন এসব বিষয় উল্লেখ করে একটি আবেদনপত্র লিখতে হবে।
শেষ কথা
সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করার নিয়ম এবং সেলফিন নাম্বার পরিবর্তন করতে কি কি লাগে ও কীভাবে আবেদন করতে হয় এসব বিষয় এখানে শেয়ার করা হয়েছে। এছাড়া, সেলফিন নাম্বার পরিবর্তন করতে প্রয়োজন হওয়া জিডির কপি কিভাবে সংগ্রহ করতে হবে সেটিও এখানে উল্লেখ করা হয়েছে।
যারা সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন তারা এই পোস্ট থেকে বিস্তারিত পদ্ধতি জেনে নিতে পারবেন। এছাড়া, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম, একাউন্ট খোলার নিয়ম এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়ে থাকে। ব্যাংকিং, ব্যাংক লোন এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য জানতে ওয়েবসাইটটি সম্পূর্ণ ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।