সেলফিন থেকে টাকা উত্তোলন করার বিস্তারিত নিয়ম ২০২৪

সেলফিন একাউন্টে টাকা আছে? সেলফিন থেকে টাকা উত্তোলন করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।

সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। সেলফিন অ্যাপ ব্যবহার করে বিকাশ, নগদের মতো করেই লেনদেন করতে পারবেন। যারা সেলফিন একাউন্টে টাকা রাখতে চাচ্ছেন বা ইতোমধ্যে টাকা রেখেছেন কিন্তু এখন টাকা উত্তোলন করতে চেয়েও পাচ্ছেন না, তারা পোস্টটি শেষ অব্দি পড়ুন।

তো চলুন, সেলফিন থেকে টাকা উত্তোলন করার বিস্তারিত নিয়ম জেনে নেয়া যাক।

সেলফিন থেকে টাকা উত্তোলন

সেলফিন একাউন্টে লগইন করার পর Cash Withdraw বাটনে ক্লিক করতে হবে। এরপর, মোট ০৪টি মাধ্যমের মাঝে থেকে যেকোনো একটি সিলেক্ট করে সেলফিন একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ATM, Agent Banking, Branch/Sub Branch, mCash Agent এই ০৪টি মাধ্যম ব্যবহার করে সেলফিন থেকে টাকা উইথড্র করতে পারবেন।

সেলফিন একাউন্ট থেকে যেকোনো এটিএম ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। এজন্য কোনো কার্ডের প্রয়োজন হবেনা। এছাড়া, আপনি চাইলে ইসলামী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ থেকেও টাকা উত্তোলন করতে পারবেন।

ইসলামী ব্যাংকের বিভিন্ন mCash Agent আছে, এসব এজেন্ট থেকেও টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া, এজেন্ট ব্যাংকিং ব্যবহার করে সেলফিন একাউন্ট থেকে সরাসরি টাকা উত্তোলন করা যায়।

ATM ব্যবহার করে সেলফিন থেকে টাকা উত্তোলন

ইসলামী ব্যাংকের ATM ব্যবহার করে সেলফিন একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন অনেক সহজেই। এজন্য, সেলফিন অ্যাপ ওপেন করতে হবে। এরপর, Cash Withdraw অপশনে ক্লিক করতে হবে। অতঃপর, ATM সিলেক্ট করতে হবে। এখন, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন –

ধাপ ১ – টাকার উৎস ও পরিমাণ সিলেক্ট করুন

ATM অপশনে ক্লিক করার পর আপনার টাকার উৎস সিলেক্ট করুন। অর্থাৎ, সেলফিন একাউন্টের মেইন ব্যালেন্সে যদি টাকা থাকে, তাহলে Cellfin সিলেক্ট করুন। যদি সেলফিনে যুক্ত থাকা ব্যাংক একাউন্টে টাকা থাকে, তাহলে Account সিলেক্ট করুন।

এছাড়া, কত টাকা উত্তোলন করতে চান তার পরিমাণ লিখুন এবং আপনার সেলফিন একাউন্টের ৬ ডিজিটের পিন নাম্বার এন্টার করুন। Submit বাটনে ক্লিক করে সকল তথ্য যাচাই করে Confirm বাটনে ক্লিক করুন।

আরও পড়ুন —

ধাপ ২ – টোকেন নাম্বার সংগ্রহ করুন

Confirm বাটনে ক্লিক করার পর ৮ ডিজিটের একটি টোকেন নাম্বার সহ লেনদেনের বিস্তারিত তথ্য দেখানো হবে। ৮ ডিজিটের টোকেন নাম্বারটি কোথাও লিখে রাখুন বা মোবাইলে সেভ করে রাখুন। মনে রাখতে হবে, এই টোকেন নাম্বারটি মাত্র ৩০ মিনিট সময়ের জন্য কার্যকরী হবে।

ধাপ ৩ – এটিএম বুথে গিয়ে টাকা উত্তোলন করুন

ইসলামী ব্যাংকের এটিএম বুথে যাবেন এবং কার্ড বিহীন লেনদেন অপশনে ক্লিক করবেন। এরপর, সেলফিন/এমক্যাশ অপশন সিলেক্ট করবেন। এরপর, আপনার সেলফিন একাউন্ট যে নাম্বারে আছে, সেটি লিখুন এবং পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন।

এরপর, ধাপ ২ এ পাওয়া ৮ ডিজিটের টোকেন নাম্বারটি এখানে লিখুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। অতঃপর, টাকার পরিমাণ লিখুন। যে পরিমাণ টাকা ক্যাশ উইথড্র করার পর টোকেন নাম্বার পেয়েছিলেন, সেই পরিমাণ টাকা এখানেও উল্লেখ করতে হবে। এরপর, সঠিক বাটনে ক্লিক করুন।

মোবাইলে একটি ওটিপি কোড আসবে। এই কোডটি এটিএম মেশিনে লিখে পরবর্তী ধাপ অপশনে ক্লিক করতে হবে। তাহলে, আপনার লেনদেনটি সম্পন্ন হবে এবং এটিএম বুথ থেকে টাকা বের হওয়া শুরু হবে।

উপরোক্ত এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে সেলফিন থেকে টাকা উত্তোলন করতে পারবেন। যারা সেলফিন একাউন্ট ব্যবহার করে কার্ড বিহীন লেনদেন করতে ইচ্ছুক, তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এতে করে আপনাকে এটিএম কার্ড বহন করতে হবেনা।

সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে চাইলে সেলফিন অ্যাপ ওপেন করতে হবে। এরপর, Fund Transfer বাটনে ক্লিক করতে হবে। এরপর, Others Bank অপশন সিলেক্ট করতে হবে। EFT মাধ্যমে টাকা পাঠাতে চান নাকি NPSB করে টাকা পাঠাতে চান সেটি সিলেক্ট করুন।

এখন, আপনার টাকার সোর্স সিলেক্ট করুন। একদম উপরের দিকে Cellfin, Account সহ বেশ কিছু অপশন দেখতে পারবেন। আপনার টাকা কোন জায়গায় আছে সেটি সিলেক্ট করুন। যদি সেলফিন একাউন্টে থাকে, তাহলে Cellfin সিলেক্ট করুন। ব্যাংকে থাকলে Account সিলেক্ট করুন।

এরপর, যে ব্যাংকে টাকা পাঠাবেন, সেই ব্যাংকের নাম লিখুন এবং ব্যাংক একাউন্টের মালিকের নাম লিখুন। অতঃপর, ব্যাংক একাউন্টের নাম্বার লিখুন এবং টাকার পরিমাণ লিখুন।

সেলফিন একাউন্টের ৬ ডিজিটের পিন নাম্বার লিখে Submit বাটনে ক্লিক করুন। এরপর, সকল তথ্য যাচাই করতে পারবেন। যাচাই করে Confirm বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার সেলফিন একাউন্ট থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।

সেলফিন থেকে কত টাকা পাঠানো যায়?

সেলফিন অ্যাপ থেকে এটিএম বুথে প্রতিদিন মোট ৫০ হাজার টাকা উত্তোলন করা যায়। এছাড়া, ইসলামী ব্যাংকের যেকোনো শাখা বা উপশাখায় গিয়ে প্রতিদিন ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।

সেলফিন অ্যাপ ব্যবহার করে লেনদেন করলে সেলফিনে ব্যাংক একাউন্ট যুক্ত করার মাধ্যমে ব্যাংক ব্যবহার করে লেনদেন করতে পারবেন। এছাড়া, আপনি চাইলে সেলফিন একাউন্টে টাকা রেখে সেই টাকা দিয়েও লেনদেন করতে পারবেন।

সেলফিন অ্যাপের ভিতর থেকে Fund Transfer অপশন থেকে অন্য ব্যাংকে বা মোবাইল ব্যাংকিং সেবাগুলোতে টাকা নিতে পারবেন। এছাড়া, Cash Withdraw অপশনে ক্লিক করে ATM, Agent Banking, Branch/Sub Branch, mCash Agent এর মাঝে যেকোনো একটি থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

সেলফিন ব্যবহার করে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করার বিস্তারিত পদ্ধতি ইতোমধ্যে উল্লেখ করে দেয়া হয়েছে। এছাড়া, সেলফিন থেকে অন্য ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় সেটিও এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

সেলফিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার

সেলফিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য সেলফিন অ্যাপ ওপেন করুন। এরপর, Fund Transfer অপশনে ক্লিক করুন। অতঃপর, Bkash অপশনে ক্লিক করতে হবে।

এখন, যে বিকাশ নাম্বারে টাকা সেন্ড করতে চাচ্ছেন, সেটি লিখুন এবং এন্টার করুন। সেলফিনে টাকা থাকলে Cellfin সিলেক্ট করুন অথবা ব্যাংক একাউন্ট অ্যাড করা থাকলে Account সিলেক্ট করুন। অতঃপর, যে নাম্বারে টাকা সেন্ড করছেন, সেই নাম্বার যে ব্যক্তির এনআইডি দিয়ে বিকাশ রেজিস্টার করা, তার নাম দেখতে পারবেন।

অতঃপর, কত টাকা সেন্ড করতে চান তার এমাউন্ট লিখুন এবং সেলফিন একাউন্টের ৬ ডিজিটের পিন কোডটি লিখুন। এরপর, Submit বাটনে ক্লিক করুন। সকল তথ্য যাচাই করে Confirm বাটনে ক্লিক করুন। এরপর, মোবাইল নাম্বারে আসা ওটিপি এন্টার করে লেনদেন সম্পন্ন করুন।

এভাবে সেলফিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন অনেক সহজেই। এছাড়া, একই পদ্ধতিতে নগদ একাউন্টেও টাকা সেন্ড করতে পারবেন।

শেষ কথা

সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম, সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম এবং সেলফিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। যারা সেলফিন ব্যবহার করেন বা করতে ইচ্ছুক, তাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ হবে।

এছাড়া, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম, একাউন্ট খোলার নিয়ম এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়ে থাকে। ব্যাংকিং, ব্যাংক লোন এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য জানতে ওয়েবসাইটটি সম্পূর্ণ ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।

Leave a Comment