ব্র্যাক ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম ২০২৪

ব্র্যাক ব্যাংকে একাউন্ট আছে? ব্যালেন্স চেক করতে চান কিন্তু নিয়ম জানেন না? আজকের এই পোস্টে ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ব্র্যাক ব্যাংকে যাদের একাউন্ট আছে, তারা একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে পারবেন। এসএমএস এর মাধ্যম একাউন্ট ব্যালেন্স চেক করা, অ্যাপস এর মাধ্যমে একাউন্ট চেক করা সহ আরও কিছু পদ্ধতি রয়েছে।

তো চলুন, ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক

ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার মাধ্যমে একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তা জানা যায়। এসএমএস এর মাধ্যমে একাউন্ট ব্যালেন্স চেক করা এবং অ্যাপস এর মাধ্যমে একাউন্ট ব্যালেন্স চেক করা যায়। এছাড়াও, সরাসরি ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তা জেনে নেয়া যায়।

যারা ব্র্যাক ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম জানতে ইচ্ছুক, তারা নিচে উল্লিখিত পদ্ধতিগুলো সম্পূর্ণ পড়ুন।

এসএমএস এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক

এসএমএস এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার জন্য A লিখে 16221 নাম্বারে এসএমএস করতে হবে। তাহলে, ফিরতি এসএমএস এ আপনার ব্যাংক একাউন্টে কত টাকা আছে তা জানিয়ে দেয়া হবে। এসএমএস করার সময়, ব্যাংকে যে নাম্বার দেয়া আছে, সেই নাম্বার ব্যবহার করতে হবে। নাহলে ফিরতি এসএমএস এ আপনার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন না।

প্রথমেই আপনার মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করুন। এরপর, A লিখুন এবং এসএমএসটি 16221 নাম্বারে সেন্ড করুন। ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার সময় যে নাম্বার ব্যবহার করেছিলেন, উক্ত নাম্বার থেকে এসএমএস করতে হবে। তাহলে, আপনার ব্যাংক একাউন্টে বর্তমানে যত টাকা ব্যালেন্স আছে, তা জানতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে বাটন ফোন কিংবা স্মার্টফোন, যেকোনো একটি থেকে এসএমএস করার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন এবং জানতে পারবেন আপনার একাউন্টে কত টাকা আছে। একাউন্ট ব্যালেন্স জানার জন্য আর ব্যাংকে যেতে হবেনা।

অ্যাপের মাধ্যমে ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক

আপনার কাছে একটি স্মার্টফোন থাকলে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ ইনস্টল করে ব্র্যাক ব্যাংকের একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তা চেক করতে পারবেন। ব্র্যাক ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য প্লে স্টোর থেকে Astha অ্যাপ ইনস্টল করে নিন।

Astha অ্যাপ ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করে নিন। এরপর, আপনার একাউন্ট দিয়ে অ্যাপের ভিতর লগইন করুন। অ্যাপের ভিতর প্রবেশ করলেই হোমপেজেই আপনার একাউন্টে কত টাকা আছে তা জানতে পারবেন।

আস্থা অ্যাপ দিয়ে ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য অ্যাপের ভিতর রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য, ই-মেইল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার প্রয়োজন হবে। আস্থা অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।

আরও পড়ুন – ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন করার নিয়ম

প্রথমেই গুগল প্লে স্টোর থেকে আস্থা অ্যাপ ইনস্টল করুন। এজন্য, গুগল প্লে স্টোরে প্রবেশ করে Astha লিখে সার্চ করুন। এরপর, অ্যাপটি ইনস্টল করে নিন। অতঃপর, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।

  • অ্যাপ ইনস্টল হলে ওপেন করুন এবং Registration বাটনে ক্লিক করুন
  • এখন, আপনি কোন মাধ্যমে একাউন্ট রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তা সিলেক্ট করুন
  • একাউন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইলে একাউন্ট নাম্বার লিখে এন্টার করতে হবে
  • এরপর, আপনি যে নাম্বার দিয়ে ব্যাংক একাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে কোড আসবে
  • নাম্বারে আসা ওটিপি এন্টার করুন এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড সেট করুন

এই ধাপগুলো অনুসরণ করলে সহজেই আস্থা অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে লগইন বাটনে ক্লিক করে একাউন্ট রেজিস্টার করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে, সেগুলো লিখতে হবে।

আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন সম্পন্ন হলে যেকোনো সময় আস্থা অ্যাপ ওপেন করে আপনার একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তা চেক করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করলে যেকোনো একাউন্টের ব্যালেন্স জানা যাবে ঘরে বসেই।

এছাড়া, আস্থা অ্যাপ দিয়ে যেকোনো পেমেন্ট, বিল পে করা, অন্য ব্যাংকে টাকা পাঠানো সহ বিভিন্ন লেনদেন করতে পারবেন অনায়াসেই।

ব্রাঞ্চ থেকে ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক

ব্র্যাক ব্যাংক একাউন্টে কত টাকা আছে জানার জন্য নিকটস্থ যেকোনো ব্রাঞ্চে যেতে হবে। এরপর, তাদের থেকে আপনার ব্যাংক একাউন্টের হিসেবে কত টাকা আছে তা জানতে চাইতে হবে। তাহলে, আপনার একাউন্ট নাম্বার দিয়ে এবং মোবাইল নাম্বার যাচাই করে একাউন্ট ব্যালেন্স জানিয়ে দেয়া হবে।

এছাড়া, আপনি একটি স্টেটমেন্ট নেয়ার মাধ্যমে আপনার একাউন্টে কত টাকা আছে তা জানতে পারবেন অনেক সহজেই। ব্রাঞ্চে গিয়ে আপনার একাউন্ট নাম্বার দিবেন এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে ওটিপি দেয়া হলে সেটি দিবেন। এরপর, তারা আপনার একাউন্টের একটি স্টেটমেন্ট দিয়ে দিবে।

কত মাসের স্টেটমেন্ট নিতে চান তা বলতে হবে। ফলে, স্টেটমেন্ট থেকে আপনার একাউন্টের লেনদেন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ব্র্যাক ব্যাংক অনলাইন একাউন্ট কিভাবে খুলবো

ব্র্যাক ব্যাংক অনলাইন একাউন্ট খোলার জন্য ব্র্যাক ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, তাদের ওয়েবসাইটে দেয়া একাউন্ট খোলার ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করা সম্পন্ন হলে আপনার একাউন্ট নাম্বার জানিয়ে দেয়া হবে।

এরপর, আপনার তথ্য যাচাই করে একাউন্ট সচল করে দেয়া হবে। একাউন্ট সচল হলে আপনি উক্ত একাউন্ট দিয়ে সহজেই লেনদেন করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকে অনলাইনে সেভিংস একাউন্ট খোলা যায়। কারেন্ট একাউন্ট এবং অন্যান্য একাউন্ট খোলার জন্য আপনাকে তাদের যেকোনো শাখায় যেতে হবে। অনলাইনে সেভিংস একাউন্ট খোলার জন্য নিম্নোক্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে।

ব্র্যাক ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগবে

  • ভোটার আইডি কার্ডের ফটোকপি বা পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • নমিনির সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • ইনকাম সোর্স এর প্রমাণপত্র
  • ঠিকানা যাচাই করার জন্য যেকোনো ইউটিলিটি বিলের কপি
  • একাউন্ট খোলার জন্য ইনস্ট্যান্ট ডিপোজিট এমাউন্ট

একাউন্টভেদে উপরোক্ত তালিকায় থাকা ডকুমেন্টগুলোর ভিন্নতা হতে পারে। কারেন্ট একাউন্ট খোলার সময় ট্রেড লাইসেন্স বা ব্যবসায়িক যেকোনো তথ্যের প্রয়োজন হতে পারে। স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হয়।

এছাড়া, ফ্রিল্যান্সার একাউন্ট খোলার জন্য ফ্রিল্যান্সিং প্লাটফর্ম থেকে পেমেন্ট রিসিভ করার প্রমাণপত্র লাগতে পারে।

অনলাইনে একাউন্ট খোলার জন্য উপরোক্ত ডকুমেন্টগুলোর সফট কপি প্রয়োজন হবে। ডকুমেন্টগুলো স্ক্যান করে নিলে সেগুলো দিয়ে অনলাইনে ব্র্যাক ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন অনেক সহজেই।

শেষ কথা

ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম বা ব্র্যাক ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। যারা ব্র্যাক ব্যাংকে একাউন্ট খুলতে চান, তারা এই পোস্টে উল্লেখ করে দেয়া একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করতে পারেন।

এছাড়া, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম, একাউন্ট খোলার নিয়ম এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়ে থাকে। ব্যাংকিং, ব্যাংক লোন এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য জানতে ওয়েবসাইটটি সম্পূর্ণ ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।

Leave a Comment