বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক বিস্তারিত জানুন

ব্যাংক থেকে ঋণ নিতে চাচ্ছেন কিন্তু জামানত নেই? বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক জানতে পারবেন এই পোস্টে। ফলে, কোনো প্রকার জামানত ছাড়াও আপনার প্রয়োজনে ঋণ নিতে পারবেন।

আমাদের দেশে বেশ কিছু ব্যাংক আছে যেখানে কোনো প্রকার জামানত ছাড়াই ঋণ নেয়া যায়। যাদের টাকার প্রয়োজন কিন্তু ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণ দিচ্ছেনা, তাদের জন্য এই ব্যাংকগুলো হতে পারে লাইফ সেভার। বাংলাদেশে বেশ কিছু ব্যাংকে জামানত ছাড়াই ঋণ দেয়ার ব্যবস্থা আছে। এসব ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।

তো চলুন, বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক এবং মোবাইলে আবেদন করে বিনা জামানতে ঋণ পাওয়ার পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক

গ্রামীণ ব্যাংক, বিকাশ, ব্র্যাক ব্যাংক সহ বাংলাদেশের বেশ কিছু ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ পাওয়া যায়। যারা জামানত ছাড়াই ঋণ নিতে চাচ্ছেন, তারা এসব ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এছাড়া, ঋণ নেয়ার জন্য বিভিন্ন মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠান আছে যারা জামানত ছাড়াই স্বল্প পরিমাণ ঋণ দিয়ে থাকে।

আমাদের দেশে বিনা জামানতে ঋণ দেয়ার জন্য এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠান থেকে ঋণ দেয়া হয়। এসব ঋণ নেয়ার জন্য জমি বা কোনো স্থায়ী সম্পদ জামানত রাখতে হয়না। ফলে, যাদের জামানত রাখার সামর্থ্য নেই তারাও জামানতবিহীন ঋণ নিতে পারে।

মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানগুলো ছাড়াও আমাদের দেশে বেশ কিছু ব্যাংক থেকে জামানত ছাড়াই ঋণ দেয়া হয়। জামানত না থাকার কারণে এসব ব্যাংক থেকে বেশি পরিমাণে ঋণ পাওয়া যায়না। তবে, যাদের অল্প পরিমাণ ঋণ প্রয়োজন, তারা এসব ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এই ব্যাংকগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়ুন।

বিনা জামানতে ঋণ দেয়া ব্যাংকগুলোর তালিকা

আমাদের দেশে মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানগুলো ছাড়াও বেশ কিছু ব্যাংক থেকে জামানত ছাড়াই ঋণ দেয়া হয়। নিচে এসব ব্যাংকের একটি তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে।

  • গ্রামীণ ব্যাংক
  • আশা এনজিও
  • বাংলাদেশ ব্যুরো
  • উদ্দীপন
  • আমার বাড়ি আমার খামার
  • ব্র্যাক ব্যাংক
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • জনতা ব্যাংক
  • কর্মসংস্থান ব্যাংক

উপরের এই তালিকায় উল্লেখ করে দেয়া ব্যাংকগুলো ছাড়াও আরও অনেক ব্যাংক থেকেই জামানতবিহীন ঋণ প্রদান করা হয়। এই তালিকায় মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠান এবং বেশ কিছু ব্যাংক উল্লেখ করা হয়েছে। মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানগুলো থেকে জামানত ছাড়াই ঋণ নেয়া যায়।

তবে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেয়ার জন্য বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়। তবে, আমাদের দেশে অনেক ব্যাংক থেকেই জামানত ছাড়া ঋণ নেয়া যায়। এছাড়া, বর্তমানে প্রবাসীরা বিভিন্ন ব্যাংক থেকে জামানত ছাড়াই ঋণ গ্রহণ করতে পারবে।

আরও পড়ুন —

জামানত ছাড়া ঋণ নেয়ার উপায়

জামানত ছাড়া ঋণ নেয়ার সহজ পদ্ধতি হচ্ছে বিভিন্ন মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে স্বল্প পরিমাণে ঋণ প্রদান করা হয়। ঋণের বিপরীতে জামানত নেয়া হয়না জন্য গ্রাম থেকে শুরু করে শহরে সকলেই তাদের প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারছে।

আমাদের দেশে বেশ কিছু মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মাঝে, গ্রামীণ ব্যাংক, আশা এনজিও, বাংলাদেশ ব্যুরো, উদ্দীপন অন্যতম। যারা জামানত ছাড়াই লোন নিতে চাচ্ছেন, তারা এসব ব্যাংক থেকে লোন নিতে পারবেন।

লোন নেয়ার জন্য এসব মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হয়। এরপর, তাদের দেয়া ফরম পূরণ করে সঙ্গে ছবি এবং বেশ কিছু তথ্য জমা দিলে বিনা জামানতে ঋণ নেয়া যায়।

জামানত ছাড়া ঋণ নিতে কি কি লাগে

বিভিন্ন মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানগুলো বা এনজিওগুলো থেকে বিনা জামানতে ঋণ নেয়ার জন্য বেশ কিছু তথ্যের প্রয়োজন হয়। যদিও এসব লোনের বিপরীতে কোনো জামানত নেয়া হয়না, তবে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করার মাধ্যমে ঋণ নেয়া হয়।

মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানগুলো থেকে জামানত ছাড়া ঋণ নিতে যেসব কাগজপত্র লাগে —

  • ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • স্বামী/স্ত্রী অথবা পিতা/মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • স্বামী/স্ত্রী অথবা পিতা/মাতার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি
  • লোন নেয়ার ফরম পূরণ করতে হবে
  • স্বামী/স্ত্রী অথবা পিতা/মাতার স্বাক্ষর দিতে হবে
  • অল্প পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে
  • প্রতি সপ্তাহে সঞ্চয়ের টাকা জমা করতে হবে

যেকোনো মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠান থেকে জামানত বিহীন লোন নিতে চাইলে উপরোক্ত কাগজপত্রগুলো লাগবে। এছাড়া, প্রতি সপ্তাহে এসব লোনের কিস্তি পরিশোধ করতে হবে। তবে, কিছু ক্ষেত্রে মাসিক কিস্তি হয়ে থাকে।

মাসিক কিস্তি হোক কিংবা সাপ্তাহিক, কিস্তি পরিশোধ করার সময় সঞ্চয় জমা করতে হয়। ৫০ টাকা থেকে শুরু করে ইচ্ছেমতো পরিমাণে সঞ্চয় জমা করা হয়। লোন পরিশোধ হওয়ার আগ মুহূর্তে চাইলে উক্ত সঞ্চয়ের টাকা দিয়ে লোন পরিশোধ করে বের হওয়া যায়।

জামানত ছাড়া ঋণ নিতে করণীয় কী

জামানত ছাড়া ঋণ নিতে চাইলে প্রথমেই যেকোনো মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। আপনার এলাকায় বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানের সাপ্তাহিক বা মাসিক কিস্তি তোলার জন্য কর্মকর্তাদের আসতে দেখবেন।

তাদের সাথে যোগাযোগ করতে হবে। অথবা, আপনি যে মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠান থেকে বিনা জামানতে ঋণ নিতে চান, তাদের অফিসে যোগাযোগ করতে হবে। এরপর, তাদের সেখানে একটি হিসাব খুলতে হবে। সঞ্চয় জমা করার জন্য হিসাব খুলতে পারেন অথবা সরাসরি ঋণ নেয়ার জন্য হিসাব খুলতে পারেন।

এরপর, আপনি চাইলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে সঞ্চয় জমা করতে পারেন। এরপর, তাদের সাথে কথা বলে ঋণ নিতে পারবেন। অথবা, ঋণ নেয়ার মাধ্যমে তাদের কাছে একটি হিসাব খুলতে পারবেন। অতঃপর, প্রতি সপ্তাহে বা মাসে কিস্তি পরিশোধ করতে পারবেন।

মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানগুলোর মাঠকর্মীর থেকে হিসাব খুলে নিতে পারবেন অথবা তাদের অফিসে যোগাযোগ করেও এই কাজটি করতে পারবেন। তবে, এই প্রতিষ্ঠানগুলো থেকে স্বল্প পরিমাণে অর্থাৎ ২০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা অব্দি ঋণ নেয়া যায়।

গ্রামীণ ব্যাংক, আশা এনজিও, বাংলাদেশ ব্যুরো এবং উদ্দীপন সহ বেশ কিছু এনজিও এই ধরনের ঋণ দিয়ে থাকে। এছাড়া, আপনি চাইলে সরকারি প্রজেক্ট “আমার বাড়ি আমার খামার” থেকেও ঋণ নিতে পারবেন। খামার করার জন্য এই ঋণ নেয়ার মাধ্যমে আপনার ব্যবসা শুরু করতে পারবেন।

কৃষকরা চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকেও ঋণ নিতে পারবেন। এছাড়া, আরও অনেক এনজিও আছে যারা বিনা জামানতে ঋণ দিয়ে থাকে।

ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণ

ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণ নেয়ার জন্য সরাসরি ঋণের আবেদন করতে পারবেন। অথবা, আপনার যদি একটি ব্যাংকে হিসাব থাকে এবং সেখানে লেনদেন করে থাকেন, তাহলে উক্ত একাউন্টে ঋণ নিতে পারবেন।

এছাড়া, এখন ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা FDR করে রাখার মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। অথবা, আপনার কাছে যদি ভালো পরিমাণ টাকা থাকে, তাহলে যেকোনো ব্যাংকে এফডিআর করে রেখে প্রতি মাসে লভ্যাংশ নিতে পারবেন।

ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণ দিতে চায়না। তবে, স্বল্প পরিমাণ ঋণ হলে ব্যাংকগুলোতে আবেদন করার মাধ্যমে ঋণ নিতে পারবেন। এজন্য, ব্যাংকে গিয়ে সরাসরি তাদের থেকে ঋণ নেয়ার পদ্ধতি জেনে নিতে হবে।

শেষ কথা

আজকের এই পোস্টে বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক, বিভিন্ন মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠান থেকে বিনা জামানতে ঋণ নেয়ার উপায় এবং জামানত ছাড়া ঋণ নিতে কি কি লাগে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা জামানত না রেখেই ঋণ নিতে ইচ্ছুক, তাদের জন্য এই পোস্টটি সহায়ক হবে।

এছাড়া, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম, একাউন্ট খোলার নিয়ম এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়ে থাকে। ব্যাংকিং, ব্যাংক লোন এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য জানতে ওয়েবসাইটটি সম্পূর্ণ ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।

Leave a Comment