সহজেই অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানুন ২০২৪

অগ্রণী ব্যাংকে একাউন্ট খুলতে চান কিন্তু অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানেন না? তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্য। অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে এই পোস্টে সঠিক তথ্য জানতে পারবেন।

অগ্রণী ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকে একাউন্ট খুলতে তাদের দেয়া নিয়ম অবশ্যই মানতে হবে। এছাড়া, অগ্রণী ব্যাংকে একাউন্ট খুলতে হলে প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট লাগে। কী কী সেসব ডকুমেন্ট জানতে হলে পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়তে হবে।

তো চলুন, অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

অগ্রণী ব্যাংক

১৯৭২ সালে স্থাপিত অগ্রণী ব্যাংক, বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুক্তিযুদ্ধের সময় অগ্রণী ভূমিকা পালনকারী এই প্রতিষ্ঠান কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, গ্রামীণ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে।

ব্যক্তিগত ও কর্পোরেট গ্রাহকদের জন্য ব্যাংকটি বিভিন্ন ধরণের ব্যাংকিং সেবা প্রদান করে। এমএসএমই, কৃষি, রপ্তানি খাতে ঋণ প্রদানে অগ্রণী ব্যাংকের বিশেষ খ্যাতি রয়েছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকটি গ্রাহকদের সুবিধা প্রদান করে চলেছে।

অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার জন্য সরাসরি অগ্রণী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে গিয়ে একাউন্ট খোলা যাবে কিংবা গুগল প্লে স্টোর থেকে Agrani eAccount অ্যাপ ইনস্টল করেও অগ্রণী ব্যাংক একাউন্ট খোলা যাবে। যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে আপনার নিজের জন্য একটি অগ্রণী ব্যাংক একাউন্ট হিসাব খুলতে পারবেন।

আরও পড়ুন —

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে যে পদ্ধতিটিই অনুসরণ করুন না কেন, প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে। অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে চাইলে মোট তিন ধরনের ব্যাংক একাউন্ট হিসাব খুলতে পারবেন। নিচে এগুলো উল্লেখ করে দেয়া হয়েছে।

  1. Saving Account
  2. Student Account
  3. Current Account

উপরোক্ত এই তিন ধরনের একাউন্ট অনলাইনে কিংবা সরাসরি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে খুলতে পারবেন। অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে নিচে আরও বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে অনেকগুলো কাগজপত্র লাগে। এসব কাগজপত্র ছাড়া অগ্রণী ব্যাংকে হিসাব খুলতে পারবেন না। অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

  1. আবেদনকারীর সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  2. জন্ম নিবন্ধন সনদ/ভোটার আইডি কার্ড/পাসপোর্ট এর ফটোকপি
  3. অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য ইউটিলিটি বিলের কপি
  4. নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং ০২ কপি রঙিন ছবি
  5. ব্যাংক একাউন্টে জমা দেয়ার জন্য ব্লক মানি
  6. টিন সার্টিফিকেট (যদি লাগে)
  7. স্টুডেন্ট আইডি কার্ড (স্টুডেন্ট একাউন্ট করার ক্ষেত্রে)
  8. ট্রেড লাইসেন্স (ব্যবসায়ীদের জন্য প্রয়োজন হতে পারে)
  9. সচল একটি মোবাইল নাম্বার

অগ্রণী ব্যাংকে একাউন্ট খুলতে চাইলে উপরোক্ত কাগজপত্রগুলো লাগবে। অনলাইনে Agrani eAcoount অ্যাপ দিয়ে একাউন্ট খুলতে গেলেও আপনার কাছে এসব ডকুমেন্ট চাওয়া হবে। ব্যাংক একাউন্ট অনলাইনে খুললে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে KYC দিয়ে আসতে হবে।

আরও পড়ুন — ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম

এছাড়া, আপনি এসব কাগজপত্র নিয়ে সরাসরি অগ্রণী ব্যাংকের যেকোনো একটি শাখায় গিয়ে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অনলাইনে অগ্রণী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Agrani eAccount অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর, অ্যাপ ওপেন করে নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করলে অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট হিসাব খুলতে পারবেন।

ধাপ ১ – মোবাইল নাম্বার যাচাই

Agrani eAccount অ্যাপটি ওপেন করার পর আপনার কাছে একটি নাম্বার চাইবে। যে নাম্বারে ব্যাংক একাউন্ট রাখতে চান, সেই নাম্বারটি এন্টার করবেন। এরপর, উক্ত নাম্বারে একটি OTP আসবে। OTP টি বসিয়ে এন্টার করতে হবে।

ধাপ ২ – ভোটার আইডি কার্ড যাচাই

মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পর এই ধাপে আপনার কাছে ভোটার আইডি কার্ডের ছবি চাইবে। ক্যামেরা ওপেন হয়ে যাবে অ্যাপের ভিতর থেকেই। এরপর, ক্যামেরা দিয়ে আপনার বা আবেদনকারীর ভোটার আইডি কার্ডের স্যামন দিকের এবং পিছন দিকের ছবি তুলতে হবে।

এরপর, আবারও এন্টার করতে হবে। এরপর নিচের ধাপটি অনুসরণ করুন।

ধাপ ৩ – আবেদনকারীর ছবি আপলোড করুন

ভোটার আইডি কার্ডের সামন এবং পিছন দিকের ছবি তোলার পর সাবমিট করলে আবেদনকারীর ছবি তুলতে বলবে। ক্যামেরা ওপেন করে আবেদনকারীর ছবি তুলে আপলোড বাটনে ক্লিক করবেন। এরপর, আপনার দেয়া ভোটার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য শো করবে।

এখানে থাকা সকল তথ্য যাচাই করে নিবেন। যদি কোনো তথ্যে ভুল থাকে বা বানান ভুল থাকে, তাহলে সেটি ঠিক করে নিবেন। এরপর, এন্টার করে পরবর্তী ধাপে যেতে হবে।

ধাপ ৪ – নমিনীর ছবি ও ভোটার আইডি কার্ড

এবার যে ব্যক্তিকে আপনার ব্যাংক একাউন্টের নমিনি রাখতে চান, তার ছবি তুলে আপলোড করুন এবং উক্ত নমিনির কোন ডকুমেন্ট আপলোড করতে চান সেটি সিলেক্ট করুন। ভোটার আইডি কার্ড আপলোড করতে চাইলে ভোটার আইডি কার্ড সিলেক্ট করুন এবং ভোটার আইডি কার্ডের ছবি তুলে আপলোড করুন।

এরপর, নমিনির সকল তথ্য যাচাই করে সাবমিট করুন।

ধাপ ৫ – ব্রাঞ্চের ও অন্যান্য তথ্য প্রদান করুন

উপরোক্ত ধাপ অনুসরণ করার পর এই ধাপে এসে আপনার বিভাগ, জেলা, উপজেলার নাম সিলেক্ট করুন এবং ব্রাঞ্চের নাম সিলেক্ট করুন। এরপর, আপনার ইনকাম সোর্স, ইমেইল অ্যাড্রেস, বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিবেন।

অতঃপর, আপনি ডেবিট কার্ড নিতে চান নাকি চেক বই নিতে চান সেটি সিলেক্ট করবেন এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য NEXT বাটনে ক্লিক করবেন।

ধাপ ৬ – প্রদানকৃত সকল তথ্য যাচাই করুন

এতক্ষণ যাবত যেসব তথ্য প্রদান করেছেন, সকল তথ্য ধীরে ধীরে যাচাই করুন। কোনো তথ্যে ভুল থাকলে সেগুলো সংশোধন করে নিন। এরপর, সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন।

এই ধাপগুলো অনুসরণ করার পর আপনার দেয়া তথ্য সঠিক হলে আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে। অভিনন্দন এসএমএস আসলে বুঝতে হবে আপনার ব্যাংক একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে।

এরপর, আপনার নিকটস্থ যেকোনো শাখায় গিয়ে KYC প্রদান করতে হবে। অনলাইনে ব্যাংক একাউন্ট খুললে অবশ্যই KYC প্রদান করতে হবে ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে। এরপর, আপনি নিশ্চিন্তে আপনার ব্যাংক একাউন্ট হিসেব দিয়ে লেনদেন করতে পারবেন।

ব্রাঞ্চ থেকে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ব্রাঞ্চ থেকে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার জন্য অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে যেসব কাগজপত্র লাগে, সেগুলো নিয়ে আপনার নিকটস্থ যেকোনো একটি ব্রাঞ্চে যেতে হবে। এরপর, তাদেরকে বলতে হবে আপনি একাউন্ট খুলতে চান। কী ধরনের একাউন্ট খুলতে চান বললে তারা একটি আবেদন ফরম নিয়ে আসবে।

এরপর, আপনি নিজে বা তাদের থেকে উক্ত ফরমটি পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং ন্যুনতম জমা পরিমাণ টাকা দিয়ে একাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন। এরপর, তারা সেসব তথ্য দিয়ে আপনাকে একটি অগ্রণী ব্যাংক একাউন্ট খুলে দিবে।

শেষ কথা

আজকের এই ব্লগে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে অগ্রণী ব্যাংক একাউন্ট খুলতে কী কী লাগে এবং কিভাবে একাউন্ট খুলতে হয় জানতে পারবেন।

Leave a Comment